কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মৌসুমে দল বেধে ধান কাটেন কৃষকরা। এতে একটি জমির ধান কাটা শেষ করতে কয়েকদিন লেগে যায়। এরপর সে ধানের আঁটি বেঁধে নিয়ে যাওয়া হয় খামারে। নানা কসরত করে চলে ধান মাড়াই। এটাই চিরাচরিত বাংলার কৃষকের চিত্র। তবে দিন বদলেছে। প্রযুক্তি কৃষককেও করেছে আধুনিক। ধান কাটার যন্ত্র থেকে শুরু করে ধান মাড়াই, চাল তৈরি পর্যন্ত সব কাজে কৃষকদের আর মাথার ঘাম পায়ে ফেলার প্রয়োজন নেই। আধুনিক কৃষিপণ্যকে পরিচয় করিয়ে দিতে বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে তিন দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০১৫।
পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং লিমাবা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড আয়োজিত এ মেলা শেষ হবে শনিবার (৩০ মে)। শুক্রবার (২৯ মে) মেলা ঘুরে দেখা যায়, অভিনব কৃষি প্রযুক্তিসহ নবায়নযোগ্য শক্তির সঙ্গে সংশ্লিষ্ট গবেষক, প্রস্তুতকারক, আমদানিকারক প্রতিষ্ঠান, প্রযুক্তি ব্যবহারকারী ও বাজারজাতকরণে নিয়োজিত দেশীয় এবং আন্তর্জাতিক উদ্যোক্তাদের এক দারুণ সমন্বয় সৃষ্টি হয়েছে এখানে। কৃষির আধুনিক যন্ত্রপাতি, বিভিন্ন প্রযুক্তি, উন্নত বীজের সরবরাহ এবং তা সঠিকভাবে ব্যবহারের কৌশল জানানো হচ্ছে স্টলে স্টলে। উদ্যোক্তারা মনোযোগ দিয়ে সেসব জেনে নিচ্ছেন।
কৃপ্র/এম ইসলাম