নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ
কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নড়াইল জেলায় কৃষিক্ষেত্রে আধুনিকায়ন চাষাবাদ সম্প্রসারণের লক্ষে উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে এই প্রথম রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ শুরু হয়েছে। সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ শেখ আমিনুল ইসলাম। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, ইরি বাংলাদেশ প্রকল্পের কর্মকর্তা এ কে এম ফেরদৌস, উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক খন্দকার শাহেদ আলী শান্তসহ সমিতির সদস্যবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
আইআরআরআই বাংলাদেশের সহযোগিতায় আধুনিক এই যন্ত্রের মাধ্যমে নড়াইলে এই প্রথমবারের মত ধান রোপণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পদ্ধতিতে কৃষক স্বল্প সময়ে অধিক জমিতে ধান রোপণ করতে পারবে। জমিতে ফলন বৃদ্ধি পাবে ও কৃষকের ফসল উৎপাদন খরচ কমে আসবে। ফলে কৃষক সবদিক থেকেই লাভবান হবেন। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করা হলে, উৎপাদন কমপক্ষে ১৫ থেকে ২০ ভাগ বৃদ্ধি পাবে। এক বিঘা জমিতে যেখানে ধান লাগাতে শ্রমিক খচর হয় এক হাজার পাঁচশ’ থেকে দু’হাজার টাকা এবং এক একর জমিতে চারা রোপন করতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা। কৃষিবিদরা জানান, এতে করে যেমন সময় কম লাগাছে, তেমনি খরচও কমে যাচ্ছে। লাভ বেশি হওয়ায়, কৃষকরা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপনে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে।
সুত্রঃ বাসস