কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কৃষি খাতে শস্যের পরই প্রাণিসম্পদ, হাঁস-মুরগি ও মৎস্য খাতে ঋণের চাহিদা বাড়ছে। ফলে ব্যাংকগুলোও শস্যের পাশাপাশি এসব খাতে কৃষিঋণ বিতরণে মনোযোগ দিচ্ছে। গত জুলাইয়ে ব্যাংকগুলো মোট ১ হাজার ৫৬ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে। এর বড় অংশই গেছে শস্যবহির্ভূত খাতে। খবর প্রথম আলো অনলাইন
জানা গেছে, আলোচ্য সময়ে বিতরণ হওয়া মোট কৃষিঋণের মধ্যে শস্য খাতে ৪৭০ কোটি টাকা, প্রাণিসম্পদ ও হাঁস-মুরগি খাতে ২০৫ কোটি টাকা, মৎস্য খাতে ১১১ কোটি টাকা এবং দারিদ্র্য বিমোচন খাতে ১১০ কোটি টাকা গেছে। এ ছাড়া সেচযন্ত্র খাতে সাড়ে ৬ কোটি, কৃষিযন্ত্র খাতে সাড়ে ৩ কোটি, শস্য স্টোরেজ ও বাজারজাতকরণ খাতে ৬ কোটি টাকা বিতরণ হয়েছে।
জুলাইয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক বিতরণ করেছে ১৫১ কোটি টাকা। অগ্রণী ব্যাংক ২৬ কোটি টাকা, বেসিক ব্যাংক ৫ কোটি টাকা, জনতা ব্যাংক ১৮ কোটি টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ২১ কোটি টাকা ও সোনালী ব্যাংক ২৬ কোটি টাকা বিতরণ করেছে। এ সময়ে অবশ্য দেশি-বিদেশি ১০টি ব্যাংক কোনো কৃষিঋণ বিতরণ করেনি।
চলতি ২০১৬-১৭ অর্থবছরে ১৭ হাজার ৫৫০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সরকারি খাতের ব্যাংকগুলো বিতরণ করবে ৯ হাজার ২৯০ কোটি টাকা, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করবে ৮ হাজার ২৬০ কোটি টাকা।
কৃপ্র/ এম ইসলাম