কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ থাইল্যান্ড সরকার বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানী করতে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক সম্ভাব্যতা যাচাই করে ইলিশ রপ্তানীতে সম্মতি প্রকাশ করেছেন। সম্প্রতি মন্ত্রীর দফতরে বাংলাদেশস্থ থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুওয়ান্নাপংস মন্ত্রী ছায়েদুলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে ইলিশ রপ্তানী বিষয়সহ মৎস্য ও প্রাণীখাতের উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী এ সময় রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনসহ মৎস্যখাতের অবস্থা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন এবং থাইল্যান্ডের সহায়তা কামনা করেন।
থাই রাষ্ট্রদূত মন্ত্রীকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানান এবং সে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতসমূহ পরিদর্শনের অনুরোধ জানিয়ে বলেন, পরিদর্শনের মাধ্যমে থাইল্যান্ড থেকে বাংলাদেশের কিছু গ্রহণ করার থাকলে বাংলাদেশ তা গ্রহণ করবে। তেমনি থাইল্যান্ডও এসব খাতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় যা কিছু গ্রহণ করতে আগ্রহী তা গ্রহণ করবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। থাইল্যান্ড সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে থাই রাষ্ট্রদূত মন্ত্রীকে আস্বস্ত করেন।
কৃপ্র/ এম ইসলাম