ক্ষতির মুখে সুনামগঞ্জের বাদাম চাষীড়া
কৃষি প্রতিক্ষন সুনামগঞ্জ : সুনামগঞ্জে অতি বর্ষণে বাদাম উৎপাদন ব্যাহত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে গতবারের তুলনায় এ বছর আবাদও নেমে এসেছে প্রায় অর্ধেকে। আর এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় পতিত জমিতে চার দশক আগে থেকে শুরু হয় বাদাম চাষ। অন্যান্য ফসলের তুলনায় বেশী লাভজনক হওয়ায় আগ্রহও বারে কৃষকের। এ বছর সবচেয়ে বেশী বাদামের আবাদ হয়েছে জামালগঞ্জ, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায়।
বাদাম চাষীরা বলছেন, গতবছরের মতো এবারো বৃষ্টির কারণে বাদামের আবাদ কম হয়েছে। তবে চাষীরা আর্থিক সহায়তা পেলে উন্নতজাতের বাদাম চাষ করা সম্ভব বলে জানিয়েছেন তারা। এ বছর সুনামগঞ্জে ১৩শ’ ৫০ হেক্টর জমিতে দু’হাজার সাত মেট্রিক টন বাদাম উৎপাদনের কথা জানিয়েছে কৃষি বিভাগ। সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহেদুল হক বলেন, ইতিমধ্যে চাষীদের কাছ থেকে বাদাম সংগ্রহ করা হয়েছে। তিনি আরো জানান, বাদাম চাষে আগ্রহী হয়ে জেলার চরগাঁও, ধরের পাড়, মাঞ্জেরগাঁও, কাজিরচর, বালিজুড়ি, মারালা, মিয়ারচর, লালপুরসহ অর্ধশতাধিক গ্রাম এখন তা চাষ করছে।